Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনুষ্ঠানিকতা শেষ হলেই খালেদা জিয়ার মুক্তি: কাদের


২৫ মার্চ ২০২০ ১৩:৪১ | আপডেট: ২৫ মার্চ ২০২০ ১৪:০১

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আনুষ্ঠানিকতা শেষ হলে যেকোনো সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাবেন।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার বয়স ও অসুস্থতার বিষয় বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী সিআরপিসি’র ৪০১ (১) ধারা বলে তার সাজা ছয় মাসের জন্য স্থগিত করেছেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার প্রজ্ঞা, অভিজ্ঞ ও দুরদর্শী নেতৃত্বের পরিচয় দিয়ে উদারনৈতিক মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আশা করি বিএনপি বিষয়টি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে আমাদের সকলের অভিন্ন শক্র করোনা মোকাবলিায় সরকারের সর্বাত্মক ও সম্মিলিত উদ্যোগে সহযোগী হবে।’

বৈশ্বিক ও দেশের ভয়াবহ এ সংকটকালে সব নেতিবাচক রাজনীতি পরিহার করে মানুষকে বাঁচানোর অভিন্ন পথ বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

আনুষ্ঠানিকতা ওবায়দুল কাদের খালেদা জিয়া টপ নিউজ মুক্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর