Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত


২৫ মার্চ ২০২০ ০৪:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও:  ঠাকুরগাঁও সদর উপজেলায় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় জাহেদা বেগম (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায়। নিহত জাহেদা বেগম রুহিয়া ঘনিমহেষপুর গ্রামের মৃত পশির উদ্দিনের স্ত্রী।

চিত্ত রঞ্জন রায় জানান, মঙ্গলবার সকালে ওই বৃদ্ধা বাসার পাশে রেল লাইনের ধারে কাপড় শুকাতে যান। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস (৭৫৮-ডাউন) ট্রেনটি রুহিয়া রেল স্টেশনের পৌঁছার আগে ঘনিমহেশপুর গ্রামের ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন