Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ছুটি উৎসবের জন্য নয়, বাসায় থাকার জন্য’


২৪ মার্চ ২০২০ ১৬:৫১ | আপডেট: ২৪ মার্চ ২০২০ ১৬:৫২

ঢাকা: সরকারি নির্দেশ উপেক্ষা করে ঘোষিত ছুটিতে যারা শহর ছেড়ে গ্রামে যাচ্ছেন ও বাসা থেকে বের হচ্ছেন তাদের সর্তক করে দিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, এই ছুটি উৎসব করার জন্য নয়, এ ছুটি বাসায় থাকার জন্য দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের উদ্দেশে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সরকারে নির্দেশনা অনুযায়ী সবাইকে বাসায় থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর ড. আহমদ কায়কাউস বলেন, ‘করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী ছুটি ঘোষণা করা হয়েছে। পরিষ্কার বলতে চাই, এই ছুটি উৎসব করার জন্য নয়, করোনা প্রতিরোধ করার জন্য। এটি কোনো উৎসবের জন্য দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধের মূলমন্ত্র- যার যার ঘরে থাকুন, করোনাভাইরাস প্রতিরোধ করুন। তার জন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর মানে হচ্ছে এই ছুটির মধ্যে সকল কর্মকর্তা, কর্মচারী বাসায় থাকবেন।‘

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, ‘সকল কর্মকর্তা-কর্মচারী ছুটির সময় বাসায় থাকবেন। একইভাবে বেসরকারি সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও আহ্বান জানাচ্ছি। অতীব প্রয়োজন ছাড়া কোনোভাবেই ঘরের বাইরে যাবেন না। জরুরি প্রয়োজনে যদি যেতে হয় – তাহলে স্যানিটাইজেশন ও সকল প্রকার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেই যাবেন। অনুগ্রহপূর্বক এই নির্দেশনা মানার জন্য সবাইকে অনুরোধ করছি।’

‘যার যার ঘরে থাকুন, করোনাভাইরাস প্রতিরোধ করুন।’ কোভিড-১ ‘র সংক্রমণ প্রতিরোধে সারা বিশ্বের মতো সরকার এই নীতি অনুসরণ করছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সরকারের পক্ষ থেকে ট্রেন, বাস, লঞ্চ বন্ধ করা হয়েছে জানিয়ে আহমদ কায়কাউস বলেন, ‘যে জায়গায় আছেন আপনারা স্থান ত্যাগ করবেন না। যারা যারা এরই মধ্যে চলে গেছেন, তাদের অনুরোধ করব ঘরের বাইরে যাবেন না। ঘরে থাকুন, ঘরে থাকার ব্যত্যয় ঘটলে আপনি নিজেকে যেভাবে শঙ্কাযুক্ত করছেন, লক্ষ লক্ষ মানুষকে শঙ্কায় ফেলার সম্ভবনা সৃষ্টি হচ্ছে।’

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর তিনি বলেন, ‘এটি এখন জাতীয়ভাবে সবাইকে সঙ্গে নিয়ে মোকাবিলার সময় এসেছে। আমরা সবাই একযোগে এটি মোকাবিলা করব। আপনারা দয়া করে এর ব্যত্যয় ঘটাবেন না।’ এ সময় তিনি সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান।

জনজীবন যাতে ব্যহত না হয় তার জন্য সরকার সব ব্যবস্থা নিয়েছে জানিয়ে, ড. আহমদ কায়কাউস বলেন, ‘যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য ওএমএস চালু আছে। সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসকদের কাছে নগদ টাকা এবং খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। যখনই প্রয়োজন হবে প্রশাসনের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হবে। যখনই কোনো প্রয়োজন হবে সরকারের লোকজন বাড়ি বাড়ি যাবে।’

উৎসব করোনাভাইরাস কোভিড-১৯ ঘরে থাকা ছুটি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর