Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভৈরবে ইতালি ফেরত যুবকের মৃত্যু, নমুনা নিয়েছে আইইডিসিআর


২৩ মার্চ ২০২০ ১১:৩২ | আপডেট: ২৩ মার্চ ২০২০ ১৩:৩০

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে ইতালি ফেরত এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) রাত ১০টার দিকে এই প্রবাসী মৃত্যুবরণ করেন। তার বয়স প্রায় ৩০ বছর।

ভৈরব উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব বুলবুল আহমেদ এ তথ্য জানান।

ইতালি ফেরত ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত হতে সোমবার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

গত ২৬ ফেব্রুয়ারি তিনি দেশে আসেন। দেশে আসার পর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পর্যায়ক্রমে দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসা নেওয়া দুটি বেসরকারি হাসপাতাল ও আশপাশের ১০টি বাড়িতে চলাচল সীমিত করা হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তা লুবানা ফারজানা গণমাধ্যমকে এ তথ্য জানান।

উল্লেখ্য বাংলাদেশে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। এর মধ্যে পাঁচজন সুস্থ হয়েছেন, দুইজন মারা গেছেন।

ইতালি ফেরত করোনাভাইরাস টপ নিউজ প্রবাসী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর