করোনা মোকাবিলায় রিজেন্ট হাসপাতাল-স্বাস্থ্য অধিদফতরের চুক্তি সই
২২ মার্চ ২০২০ ০০:৫৮ | আপডেট: ২২ মার্চ ২০২০ ০১:০২
ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইন ও আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়ার জন্য দেশের বিভিন্ন জায়গায় হাসপাতাল প্রস্তুত করছে স্বাস্থ্য অধিদফতর। এরই ধারাবাহিকতায় রিজেন্ট গ্রুপের হাসপাতালের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
শনিবার (২১ মার্চ) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের পরিচালকের কক্ষে রিজেন্ট হাসপাতালের পক্ষে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ শাহেদ। স্বাস্থ্য অধিদফতরের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য সচিব মো. আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
মোহাম্মদ শাহেদ বলেন, কোভিড-১৯ মোকাবিলায় প্রয়োজন সবার সচেতনতা। একই সঙ্গে আমাদের সকলের সরকারকে সহযোগিতা করতে হবে। সকলকে সঙ্গে নিয়েই এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। আর তাই দেশের স্বার্থে আমাদের রিজেন্ট গ্রুপের এগিয়ে আসা। আমরা আশা করছি সকলে মিলে খুব দ্রুত আমাদের বাংলাদেশকে করোনাভাইরাস মুক্ত করে তুলতে পারবো।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, বিভিন্ন হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে করোনাভাইরাস মোকাবিলার জন্য। তবে কোথায় কোয়ারেনটাইন বা আইসোলেশন করা হবে তা এখনো নিশ্চিত না। যেহেতু রিজেন্ট হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সুবিধা আছে তাই এই হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়েছে।
এর আগে স্বাস্থ্য মন্ত্রী আরও দুইটি হাসপাতালের বিষয়ে জানান যাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে সাজেদা ফাউন্ডেশনের সঙ্গেও সমঝোতা চুক্তি করা হয়।
এ সময় স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ আইসোলেশন কোয়ারেনটাইন মোহাম্মদ শাহেদ রিজেন্ট হাসপাতাল স্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্য মন্ত্রী