Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় এএসআই নিহত


১৮ মার্চ ২০২০ ২২:৫৪

ঢাকা: ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় রাজধানীর কাফরুল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর নিহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে আগারগাঁও ৯ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই পুলিশ কর্মকর্তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাফরুল থানার পরিদশর্ক (অপারেশন) মো. জাহানুর আলী বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ পরিদর্শক জাহানুর জানান, কয়েজন ছিনতাইকারী ছিনতাই করে পালাচ্ছিল। তখন এএসআই জাহাঙ্গীর তাদের পিছু নেয়। এ সময় আলিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলিফ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক পালিয়েছেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

এএসআই টপ নিউজ নিহত বাসচাপা

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর