Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার প্রকৃত পরিস্থিতি প্রকাশ করছে না সরকার: রিজভী


১৮ মার্চ ২০২০ ১৫:৪৪

ঢাকা: করোনাভাইরাসের প্রকৃত পরিস্থিতি সরকার প্রকাশ করছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর বেইলি রোডে করোনাভাইরাস বিস্তাররোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণের আগে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘আমরা বারবার বলেছি কারোনাভাইরাস পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। কিন্তু সরকার প্রকৃত পরিস্থিতি জানাচ্ছে না। প্রকৃত তথ্য না জানানোর কারণে পরিস্থিতি জটিল থেকে আরও জটিলতর হচ্ছে। কারণ, করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করার জন্য পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা নেই। হাসপাতালে আইসোলেশনের কোনো ব্যবস্থা নেই। করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নার্স ও ডাক্তারদের যথাযথ প্রশিক্ষণ ও প্রস্ততি নেই।’

করোনাভাইরাস আক্রান্ত রোগীর সঠিক পরিসংখ্যান সরকার তুলে ধরছে না অভিযোগ করে তিনি বলেন, ‘বিশ্বব্যাপী এটাকে মোকাবিলার জন্য বিভিন্ন দেশ যেভাবে আইসোলেশন ব্যবস্থা রেখেছে, সীমান্ত বন্ধ করে দিয়েছে, সেই জায়গায় বাংলাদেশ কিছুই করতে পারেনি। পরিস্থিতি ভেতরে ভেতরে কত জটিল রূপ ধারণ করেছে—সেটা আমরা কেউ বুঝতে পারছি না। কারণ, সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও পদক্ষেপ— কিছুই গ্রহণ করেনি।’

রিজভী বলেন, ‘এসব রোগ নিয়ে গবেষণা ও মোকাবেলার যে স্তর উন্নত দেশগুলোর রয়েছে, সেটা আমাদের নেই। তবে সরকার আগে থেকেই পদক্ষেপ নিলে যে বিপর্যয়, সেটা কমে আসতো। সুতরাং ভেতর ভেতর যেটা হচ্ছে, তাতে পরিস্থিতি আগামীতে আরও জটিলতর হবে। অথচ এ ব্যাপারে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই।’

তিনি বলেন, ‘আমরা জীবনের ঝুঁকি নিয়ে গত ১০-১২ দিন ধরে মানুষকে সচেতন করার লক্ষ্যে তাদের কাছে কাছে যাচ্ছি। চলমান পরিস্থিতি মোকাবেলার স্বার্থে যে সকল রাজনৈতিক কর্মসূচিতে মানুষের ভিড় হয়, সেগুলো আমরা বন্ধ করে দিয়েছি। অনেক বড় বড় কর্মসূচি স্থগিত করেছি। আমরা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। জনগণের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে এবং জনগণের যাতে উপকার হয় আমরা সেই কাজ করছি। আমাদের হাতে সরকারের অর্থনৈতিক ফান্ড নেই, যেটা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। তাই আমরা মানুষকে এ বিষয়ে সচেতন করছি।’

বিজ্ঞাপন

‘করোনাভাইরাস নিয়ে বিএনপি রাজনীতি করছে’— সরকারি দলের নেতাদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির এই নেতা বলেন, ‘নিজেদের দায় অন্যের ওপর চাপানোর জন্য তারা এসব অপপ্রচার আপনারাই বলুন, সরকারের উদ্যোগ কোথায়? তারা কী উদ্যোগ গ্রহণ করেছে?’

তিনি বলেন, ‘হাজিক্যাম্পে যে কোয়ারেনটাইন করানো হচ্ছে, সেটাতো আরেকটা মরণঘাতী জায়গা। আজকে গণমাধ্যম থেকে শুরু করে হাসপাতাল—কোথাও কোনো রোগী শনাক্ত করার জন্য আইসোলেশনের ব্যবস্থাটা নেই। এই বিষয়গুলো আপনার তাদেরকে প্রশ্ন করবেন।’

সরকারের উদ্দেশে রিজভী বলেন, ‘আপনারা তো সরকার আছেন। আপনাদের তো কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখছি না। আমরা জনগণের কাছে যাচ্ছি। আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করছি। অন্যান্য দেশে সরকার যা করছে, তা এক্সিকিউটিভ আইনের মাধ্যমে করছে। কিন্তু জনগণের কাছে কোনো দায়বদ্ধতা না থাকায় আমাদের সরকারের উদাসীন।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, জাসাসের সহ-সভাপতি শাহরিয়ার ইসলাম শায়লা, যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুনসহ জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতারা।

করোনা রিজভী সরকার

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর