বঙ্গবন্ধুর অদম্য সাহস ও অবদানের জন্য তাঁকে স্মরণ করা হয়: মোদি
১৭ মার্চ ২০২০ ১৭:০৮ | আপডেট: ১৭ মার্চ ২০২০ ১৭:১৩
ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি এক টুইট বার্তায় বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অদম্য সাহস এবং বাংলাদেশের অগ্রগতিতে অবদানের জন্য তাঁকে স্মরণ করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানোর একটি ছবি টুইটে প্রকাশ করে মোদি এ কথা বলেন। এর আগে ঢাকা সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তখন ওই ছবিটি তোলা হয়েছিল।
ভারতের প্রধানমন্ত্রী টুইটে বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় মাধ্যমে বাংলাদেশের জাতির জনকের শততম জন্মবার্ষিকী অনুষ্ঠান উদযাপন করা হবে। আমিও ভিডিও লিংকের মাধ্যমে এই উদযাপনে অংশ নেব এবং সাহসী এই নেতাকে শ্রদ্ধা জানাব।’
প্রসঙ্গত, করোনা ভাইরাস বৈশ্বিক মহামারি আকার ধারণ করায় বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীর জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান স্থগিত করা হয়। ওই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বৈশ্বিক একাধিক নেতা উপস্থিত থাকার কথা ছিল।