কুড়িগ্রামে ডিসি অফিসের ৩ সহকারী কমিশনারকে প্রত্যাহার
১৬ মার্চ ২০২০ ১৫:১১ | আপডেট: ১৬ মার্চ ২০২০ ১৬:৪৮
কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যায়ের তিনজন সহকারী কমিশনারকে প্রত্যাহার করে নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলামকে বাসা তুলে নিয়ে পরিকল্পিতভাবে সাজা দেওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো।
প্রত্যাহার হওয়া তিনজন হলেন জেলা প্রশাসকের কার্যায়ের সিনিয়র সহকারী কমিশনার নাজিম উদ্দিন এবং সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলাম। এদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
সোমবার তাদের প্রত্যাহার আদেশ প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়।
কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীনের বিরুদ্ধে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশ করায় ডিসির রোষানলে পড়েন সাংবাদিক আরিফ। কুড়িগ্রাম শহরের একটি সরকারি পুকুর সংস্কারের পর তিনি নিজের নামানুসারে ওই পুকুরের নাম ‘সুলতানা সরোবর’ রাখতে চেয়েছিলেন ডিসি।
সংবাদ প্রকাশের জেরে গত শুক্রবার (১২ মার্চ) বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে শুক্রবার গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে মাদক রাখার অভিযোগে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তিন সহকারী কমিশনারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
রাতের আঁধারে ধরে নিয়ে সাংবাদিককে জেল দেওয়ার ঘটনায় সমালোচনার ঝড় ওঠে। এই পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগ রংপুরের বিভাগীয় কমিশনারকে এই ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম তদন্তের দায়িত্ব দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানাকে।
তদন্ত প্রতিবেদনে ঘটনাটি পরিকল্পিত বলে উল্লেখ করা হয়। এছাড়া এই ঘটনায় কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীন ও তিন সহকারী কমিশনারের সম্পৃক্ততা পায় তদন্ত কমিটি।
রোববার (১৫ মার্চ) কারাগার থেকে জামিনে বের হন সাংবাদিক আরিফুল ইসলাম। ওই সাংবাদিক জানান, তাকে হাত-পা চোখ বাধা অব্স্থায় নিয়ে যাওয়ার তাকে বিবস্ত্র করে নির্যাতন চালানো হয়।
এদিকে সাংবাদিক আরিফুলকে সাজা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছেন আদালত। এরইমধ্যে তার মামলার সব নথি হাইকোর্ট তলব করেছে।
আরও পড়ুন
‘কুড়িগ্রামে সাংবাদিক আরিফকে গ্রেফতার বিধিসম্মত হয়নি’
ভ্রাম্যমাণ আদালতে সাংবাদিক আরিফের সাজা, বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সাংবাদিক ধরতে ৪০ জনের বাহিনী, এ তো বিশাল ব্যাপার: হাইকোর্ট
আরিফুল প্রতিহিংসার শিকার: ফখরুল
মধ্যরাতে সাংবাদিককে মোবাইল কোর্টে কারাদণ্ড বেআইনি: টিআইবি
মধ্যরাতে মোবাইল কোর্টের হানা, দরজা ভেঙে নিয়ে গেল সাংবাদিককে
কুড়িগ্রাম কুড়িগ্রামের ডিসি জনপ্রশাসন মন্ত্রণালয় প্রত্যাহার ভ্রাম্যমান আদালত সাংবাদিককে সাজা