Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে ১১ ব্যাংকের তহবিল গঠন


১৫ মার্চ ২০২০ ২০:২৫

ঢাকা: পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে তহবিল গঠন করেছে ১১টি ব্যাংক। এছাড়াও বেশকয়েকটি ব্যাংক বিনিয়োগ বাড়াতে আন্তরিকভাবে কাজ করছে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।

রোববার (১৫ মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে তার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, বিএমবিএ’র সহ-সভাপতি মো. মনিুরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. রিয়াদ মতিন, কোষাধ্যাক্ষ আবু বকর উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠক শেষে বিএমবিএ‘র সভাপতি ছায়েদুর রহমান বলেন, ‘পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ১১টি ব্যাংক তহবিল গঠন করেছে। এ ব্যাপারে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংককে অবহিত করেছে।’

তিনি আরও বলেন, ‘পুঁজিবাজারে তারল্য সরবরাহ বাড়াতে ব্যাংকগুলোর বিনিয়োগের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক আন্তরিকভাবে কাজ করছে। পাশাপাশি কীভাবে ব্যাংকগুলোর বিনিয়োগ আরও বাড়ানো যায়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।’

ছায়েদুর রহমান বলেন, ‘গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের পুঁজিবাজারের বিনিয়োগ সংক্রান্ত যে সার্কুলার দিয়েছিল, সেটা নিয়েই গভর্নরের সঙ্গে বৈঠক হয়েছে।’

পুঁজিবাজারে বড় দরপতন প্রসঙ্গে বিএমবিএ সভাপতি বলেন, ‘সারাবিশ্বের শেয়ারবাজারগুলোতে করোনাভাইরাসের একটি প্রভাব পড়েছে। আমরাও এর বাইরে নই। করোনাভাইরাসের কারণেই হয়তো আমাদের দেশের পুঁজিবাজারে একটা নেতিবাচক প্রভাব পড়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা কেটে যাবে।’

বিজ্ঞাপন

পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে যে ১১টি ব্যাংক তহবিল গঠন করেছে সেই ব্যাংকগুলো হলো- সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, শাহজালাল ইসলামি ব্যাংক, এসআইবিএল, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও ব্যাংক এশিয়া।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলার জারির মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোকে ২০০ কোটি টাকার বিশেষ ফান্ড গঠনের অনুমোদন দেয়। সার্কুলারে বলা হয়, ব্যাংকগুলো নিজস্ব উৎস অথবা ট্রেজারি বিল বন্ডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে তহবিলের অর্থ সংগ্রহ করতে পারবে।

১১টি গঠন তহবিল ব্যাংক

বিজ্ঞাপন

বিপিএলে ছক্কার রেকর্ড
৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর