করোনা মোকাবিলায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক
১৫ মার্চ ২০২০ ১৩:৫২ | আপডেট: ১৫ মার্চ ২০২০ ১৩:৫৬
ঢাকা: করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়সহ ১৮ মন্ত্রণালয়ের সচিব ও প্রতিনিধিদের নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে করোনা মোকাবিলায় নানা করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত কী হয়েছে তা জানানো হয়নি।
পরে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘কোনোভাবেই করোনাভাইরাস যেন ছড়িয়ে না পড়ে সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে। ইতালি থেকে আসা বাংলাদেশিদের কোয়ারেনটাইনে রাখা হয়েছে। যারা গণপরিবহনে চলাচল করেন তাদেরকে বারবার হাত ধোয়ার ব্যাপারে সচেতন করা হচ্ছে। যারা বিদেশে আছেন তারা যেনো জরুরি প্রয়োজন ছাড়া এই মুহুর্তে দেশে না আসেন।’
মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে বস্তিবাসীদের জন্য সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জ্বর নিয়ে কেউ যেন গণপরিবহন ব্যবহার না করেন এ ব্যাপারে সতর্ক করেছেন মন্ত্রী। মুসলিমদের ওমরাহ হজ বাতিল করা হয়েছে। এ ছাড়াও ওয়াজ মাহফিল, তাবলীগ ও সনাতন ধর্মাবলম্বীদের কীর্তন আয়োজন করে জনসমাগম করার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে।’
করোনাভাইরাস এখন শুধু দেশে নয় সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করা হবে কী না – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষা সচিবকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের হাত পরিষ্কার রাখার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও, স্কুল ছুটির পর বেঞ্চ পরিষ্কার করে রাখতেও বলা হয়েছে।’
স্কুল বন্ধের ব্যাপারে স্পষ্ট জবাব না দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় বিবেচনা করবে।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘অন্যান্য জমায়েতের সঙ্গে স্কুলকে তুলনা করা যায় না। শিক্ষাপ্রতিষ্ঠান অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে আলাদা। উদ্ভূত পরিস্থিতিতে স্কুলের শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।’