সড়ক-আকাশপথের পর ভারতের সঙ্গে ট্রেন যোগাযোগও বন্ধ
১৪ মার্চ ২০২০ ০৯:৫০ | আপডেট: ১৪ মার্চ ২০২০ ১৩:৪৩
ঢাকা: করোনাভাইরাস সংক্রমণের সতর্কতার অংশ হিসেবে রোববার (১৫ মার্চ) থেকে বন্ধ থাকবে ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী ট্রেন মৈত্রী এক্সপ্রেস। এক ঘোষণায় বাংলাদেশ রেলওয়ে এই তথ্য জানিয়েছে।
রেলওয়ে জানিয়েছে, কমলাপুর রেলস্টেশন থেকে থেকে যারা অগ্রিম টিকিট কিনেছিলেন তারা টিকিট জমা দিয়ে টাকা ফেরত নিতে পারবেন।
এই ঘোষণার মধ্য দিয়ে সড়ক ও আকাশপথের পাশাপাশি প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে রেল যোগাযোগও বন্ধ হয়ে গেল। তবে যাত্রী পারাপার বন্ধ হয়ে গেলেও বন্দরগুলোতে এখনো পণ্য পরিবহন চলছে।
শনিবার (১৪ মার্চ) ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, সকালে ভারতগামী সবশেষ মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেছে। তবে শেষ যাত্রায় কোন বাংলাদেশি পর্যটক ভিসায় ট্রেনে আরোহন করতে পারেননি। যারা ভারত থেকে বিভিন্ন কাজে বাংলাদেশে এসেছিলেন তাদেরকে নিয়ে ট্রেনটি ছেড়েছে। এমনকি যারা আরও কয়েকদিন পরে ভারতে যেতে চাচ্ছিলেন তাদেরকেও এই ট্রেনে পাঠিয়ে দেওয়া হয়েছে। সবমিলিয়ে ৫৪ জন যাত্রী ছিলেন মৈত্রী ট্রেনে। একইভাবে কলকাতা থেকে সবশেষ ট্রেনটি বাংলাদেশে আসার পথে রয়েছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, শুধু ভিসার মাধ্যমে যাত্রী যাতায়াত বন্ধ রয়েছে। তবে স্থলবন্দরগুলোতে পণ্য পরিবহন এখনো সক্রিয় রয়েছে।
ঢাকা থেকে কলকাতায় সরাসরি সড়কপথে পরিবহন সেবা দেয় একমাত্র শ্যামলী এন আর ট্রাভেলস। এ পরিবহনের মালিক রাকেশ ঘোষ বলেন, ‘ঢাকা-কলকাতার মধ্যে বাস চলাচল এখন বন্ধ রয়েছে।’
অন্যদিকে, দেশের ভেতরেও যাতায়াতের জন্য বা ছুটি কাটাতে টিকেট কেটে রাখা অনেক যাত্রী তাদের বুকিং বাতিল করেছেন।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্যামলী এন আর ট্রাভেলসের ম্যানেজিং ডিরেক্টর রাকেশ ঘোষ সারাবাংলা কে বলেন, ‘মার্চের সরকারি বিভিন্ন ছুটিতে যারা দেশের বিভিন্ন গন্তব্যে যেতে বাসের অগ্রিম টিকেট নিয়েছিলেন তারা টিকেট ফেরত দিচ্ছেন। কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, সিলেটসহ বিভিন্ন গন্তব্যে যেতে এসব বাস রিজার্ভ করেছিলেন যাত্রীরা।’
দেশের ভেতরে করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মক আকারে ছড়িয়ে না পড়লেও সতর্কতার অংশ হিসেবে যাত্রীরা এখন তাদের পূর্বনির্ধারিত যাত্রা বাতিল করে দিচ্ছেন। এতে দেশের পরিবহন ব্যবসায় বড় ধরনের ধস নামার আশঙ্কা করছেন এই পরিবহন মালিক।
এনা পরিবহনের জেনারেল ম্যানেজার সৈয়দ আতিক সারাবাংলাকে জানান, তাদের কক্সবাজারগামী বেশকিছু বাসের অগ্রিম বুকিং ছিল যা একের পর এক বাতিল হচ্ছে।
করোনাভাইরাস টপ নিউজ বাংলাদেশ রেলওয়ে মৈত্রী এক্সপ্রেস যাত্রা বাতিল রেল যোগাযোগ সড়ক যোগাযোগ