নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাস্তায় আবৃত্তিশিল্পীরা
১১ মার্চ ২০২০ ২৩:২০ | আপডেট: ১১ মার্চ ২০২০ ২৩:৩৮
চট্টগ্রাম ব্যুরো: ধর্ষণসহ নারীর প্রতি সব ধরনের সহিংসতার প্রতিবাদে রাস্তায় নেমেছেন চট্টগ্রামের আবৃত্তিশিল্পীরা। এতে সংহতি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক।
বুধবার (১১ মার্চ) বিকেলে নগরীর চেরাগি চত্বরে আবৃত্তি সমন্বয় পরিষদ, চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে এই ‘আমরা নেমেছি পথে’ শীর্ষক কর্মসূচি পালন করা হয়েছে।
অনুষ্ঠানে পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, ‘দেশব্যাপী শিক্ষাসহ মানুষের মানসিক অবক্ষয়ের কারণে ধর্ষণসহ বিভিন্ন যৌন হয়রানির ঘটনা হরহামেশাই ঘটছে। এসব সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে মানুষের সচেতনতা বাড়ানোর জন্য নিজের পরিবার থেকেই শিক্ষা শুরু করতে হবে। আমাদের সমাজের প্রতিটি স্তরে অবক্ষয় হচ্ছে। মানুষের মননেও এর প্রভাব পড়ছে।’
সুস্থ সামাজিক চর্চা ও মানসিক বিকাশের মধ্য দিয়ে এর থেকে উত্তরণ সম্ভব মন্তব্য করে সিরাজুল ইসলাম বলেন, ‘নারীর প্রতি হয়রানি রোধে কঠোর আইন থাকলেও বিভিন্ন পর্যায়ে এর প্রয়োগ কম। ধর্ষণসহ বিভিন্ন নিগ্রহের ঘটনা রোধে রাষ্ট্রকে আরও কঠোর ভূমিকা নিতে হবে। এজন্য সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যে সচেতনতা তৈরির সঙ্গে বিভিন্ন পর্য়ায়ে ঐক্যবদ্ধ সংগ্রামের প্রয়োজন।’
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগীত সংগঠন সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা, নারী নেত্রী নুরজাহান খান, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা চট্টগ্রামের সভাপতি শারমিন হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকশনা সম্পাদক মিন্টু চৌধুরী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য মাহবুবুর রহমান মাহফুজ ও সেলিম রেজা সাগর।
কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রুদ্র। পরিষদের নির্বাহী সদস্য তাসকিয়াতুন নুর তানিয়ার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রাশেদ হাসান।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন প্রমা আবৃত্তি সংগঠন, বোধন আবৃত্তি পরিষদ, সুচয়ন ললিতকলা কেন্দ্র, নির্মাণ আবৃত্তি সংগঠন, ত্রিতরঙ্গ আবৃত্তি দল, নরেন আবৃত্তি একাডেমি, একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র, কণ্ঠনীড় বাচিক শিল্প চর্চা কেন্দ্র, স্বদেশ আবৃত্তি সংগঠন, ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠী, ঐকতান পরিবার, চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্র, উত্তরায়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দর্পণ সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের শিল্পীরা।
আবৃত্তিশিল্পী নারীর প্রতি সহিংসতা প্রতিবাদ রাস্তায় আবৃত্তিশিল্পীরা