Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বাধীনতা দিবসে বাইরে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না’


১১ মার্চ ২০২০ ১৬:০৭ | আপডেট: ১১ মার্চ ২০২০ ১৬:০৮

ফাইল ছবি

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ২৫ মার্চ রাত ৯ টায় এক মিনিটের জন্য সারাদেশে ব্লাাকআউট কর্মসূচি পালন করা হবে। ওইদিন বাইরে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। গণজমায়াতের ব্যাপারে আমরা নিরুৎসাহিত করছি।

বুধবার (১১ মার্চ) সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সারাদেশে তোপধ্বনি হবে। একেক জেলায় একেক সময় হবে। তবে এটা একসঙ্গে করার জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। তারা সময় নির্ধারণ করে দেবে।’

মন্ত্রী বলেন, ‘২৫ মার্চ গণহত্যা দিবস। এদিন রাত ৯টা থেকে ৯টা এক মিনিট পর্যন্ত সারাদেশে ব্লাাকআউট কর্মসূচি পালন করা হবে। তবে জরুরি স্থাপনাগুলো এর বাইরে থাকবে। দেশবাসীকে এদিন এক মিনিটের জন্য বাতি নিভিয়ে রাখার অনুরোধ করছি।’

তিনি বলেন, ‘২৫ ও ২৬ মার্চে আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়ে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। অনুষ্ঠানগুলো সীমিত আকারে করা হবে। সাভার স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যাবেন। এজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। ওখানে অতিথি থাকবেন সীমিত। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে হাসপাতাল ও জেলখানায় উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হবে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামসহ দেশের সব বিভাগ ও জেলা উপজেলা পর্যায়ে কুচকাওয়াজ ও ছাত্র-ছাত্রীদের সমাবেশ অনুষ্ঠানের ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় সিদ্ধান্ত জানাবেন। এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। পিএম অফিস সিদ্ধান্ত নিলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।’

বিজ্ঞাপন

টপ নিউজ দিবস সাংস্কৃতিক অনুষ্ঠান স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীনতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর