Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা আতঙ্কে স্থগিত রাবি আইবিএর গ্রাজুয়েশন সেরেমনি


১০ মার্চ ২০২০ ০৩:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি প্রতিনিধি: করোনা ভাইরাস আতঙ্কে স্থগিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসন ইনস্টিটিউটের গ্রাজুয়েশন সিরেমনি।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক ড. এ কে শামসুদ্দোহার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থগিতের বিষয়টি জানানো হয়। তবে সেখানে সরাসরি করোনার বিষয়টি উল্লেখ করা হয়নি।

তবে ইনস্টিটিউটের কয়েকটি সূত্র জানিয়েছে, ‘জনসমাগম করোনা ঝুঁকি বাড়াতে পারে এমন আশঙ্কা থেকেই মূলত অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিজেএমই’র চেয়ারম্যান রুবানা হক।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিবর্তিত তারিখ নির্ধারণের পর তা নিবন্ধন করা শিক্ষার্থীদের জানানো হবে। আগামী ১৪ মার্চ আইবিএ এর ৬ষ্ঠ গ্রাজুয়েশন সিরেমনি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন

আরো