Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী দিবসে অস্ট্রেলিয়ান নারীদের বিশ্বজয়


৮ মার্চ ২০২০ ১৭:০৯ | আপডেট: ৮ মার্চ ২০২০ ১৭:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসে পরিকল্পনা করেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের সূচি নির্ধারণ করা হয়। যাতে নারী দিবসের বিশেষ দিনটিতে বিশ্বজয়ের ট্রফি উঁচিয়ে ধারতে পারেন কোনো নারী ক্রিকেট দল। আইসিসির এই পরিকল্পনার বাস্তবায়ন করলেন অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৮৫ রানে উড়িয়ে আজ আরেকটা বিশ্বকাপ শিরোপা জিতলেন অস্ট্রেলিয়ান মেয়েরা। এ নিয়ে পাঁচবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল অস্ট্রেলিয়া।

ফাইনালে অজি মেয়েরাই ফেভারিট ছিলেন। নারী বিশ্বকাপের সবচেয়ে সফল দলটি সম্প্রতি দুর্দান্ত ফর্মে ছিলেন। র‌্যাঙ্কিংয়ে এক নম্বর অবস্থানে তারা। তাছাড়া খেলাটা আবার অস্ট্রেলিয়ার মাটিতে। অপর দিকে প্রথমবার ফাইনাল খেলতে নেমেছিল ভারত। ফাইনালে অনভিজ্ঞ ভারত দাঁড়াতেই পারেনি দুর্দান্ত অস্ট্রেলিয়ার সামনে।

বিজ্ঞাপন

ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতে ভারতীয় বোলারদের কচুকাটা করেছেন দুই অজি ওপেনার। ১২তম ওভারের চতুর্থ বলে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি ভেঙেছে, তার আগে ১১৫ রান তোলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মোনি।

অস্ট্রেলিয়ার পুরুষ দলের তারকা পেসার মিচেল স্টার্কের স্ত্রী হিলি ছিলেন বিধ্বংসী। পুরুষ দল থেকে ছুটি নিয়ে হিলির ফাইনাল দেখতে গেছেন স্টার্ক। স্বামীকে হতাশ করেননি হিলি। মাত্র ৩৯ বল খেলে সাতটি চার ও পাঁচটি ছয়ে ৭৫ রান করেছেন উইকেটরক্ষক ব্যাটার। অপর ওপেনার মোনি করেন ৫৪ বলে অপরাজিত ৭৮ রান। তার ইনিংসে ছক্কা নেই, চারের মার ১০টি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে অস্ট্রেলিয়া।
একে তো ফাইনাল, তার ওপর এত বড় রানের বোঝা। দুই মিলিয়ে চাপে চ্যাপ্টা হয়েছে ভারতের ব্যাটিং লাইনআপ। ইনিংসের প্রথম ওভারেই বিধ্বংসী ব্যাটার শেফালি ভার্মাকে হারায় ভারত। সেই শুরু, এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একশ’র আগেই গুটিয়ে গেছে ভারত।

১৯ দশমিক এক ওভারে ৯৯ রানে গুটিয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনাল খেলতে নামা ভারত। ৩৫ বলে দলটির পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেছেন দীপ্তি শর্মা।

অস্ট্রেলিয়ার পক্ষে মেগান শর্ট তিন দশমিক এক ওভারে ১৮ রান খরচায় নিয়েছেন চার উইকেট। জেস জোনাসেন ২০ রান খরচায় নিয়েছেন তিন উইকেট।