Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা সীমান্ত থেকে স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক


৬ মার্চ ২০২০ ২০:৫১

সাতক্ষীরা: সাতক্ষীরার কেঁড়াগাছি সীমান্তে আলাদা দুটি অভিযান চালিয়ে ১২টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বিজিবির দাবি, এসব স্বর্ণ ভারতে পাচার করা হচ্ছিল।

শুক্রবার (৬ মার্চ) সকালে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্তে এসব অভিযান চলে।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ কামরুজ্জামান ওরফে বুদু (৩৫)। তিনি কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্তবর্তী গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার জানান, কেঁড়াগাছি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুস সবুরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বুদুর বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১০ পিস স্বর্ণের বারসহ বুদুকে আটক করা হয়।

একই স্থান থেকে কাকডাঙ্গা বিওপির হাবিলদার শহীদ হোসেনের নেতৃত্বে বিজিবির আরেকটি টহলদল দুইটি স্বর্ণের বার জব্দ করে।

জব্দ করা ১২টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ৮৫০ গ্রাম। যা কালো টেপ দিয়ে দুইটি করে জড়ানো ছিল।

সাতক্ষীরা সীমান্ত স্বর্ণের বার জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর