Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিজভী কতদিক সামলাবে, প্রশ্ন মওদুদের


৬ মার্চ ২০২০ ১৬:৩৯ | আপডেট: ৬ মার্চ ২০২০ ২১:০০

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, রিজভী আহমেদ আর এই দল (বিএনপি) একেবারে সম্পূর্ণভাবে মিশে গেছে, তার রক্তের ধরণীতে। শত অত্যাচার, জেল-জুলুম, নির্যাতন, নিপীড়নের মধ্যেও মাঝে মাঝে আমরা রিজভীকে দেখি রাস্তায় নেমে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য মিছিল করছে। কিন্তু আজ আমরা অনেককেই দেখি না। যাদের এটি করার কথা তাদেরকে দেখি না। রিজভী কতদিক সামলাবে?

শুক্রবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সময়ের স্বরলিপি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মওদুদ আহমদ এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

‘সময়ের স্বরলিপি’ গ্রন্থের লেখক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এশিয়া পাবলিকেশন্স থেকে প্রকাশিত বইয়ের মূল্য রাখা হয়েছে তিনশ টাকা।

মওদুদ আহমদ বলেন, এই পার্টি (বিএনপির কেন্দ্রীয় কার্যালয়) অফিস, পার্টি অফিস মানেই হলো দল। রিজভী আহমেদ আর এই দল একেবারে সম্পূর্ণভাবে মিশে গেছে, তার রক্তের ধরণীতে। আর শত অত্যাচার, জেল-জুলুম, নির্যাতন, নিপীড়নের মধ্যেও মাঝে মাঝে আমরা রিজভীকে দেখি রাস্তায় নেমে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য মিছিল করছে। কিন্তু আজ আমরা অনেককেই দেখি না। যাদের এটা করার কথা তাদেরকে দেখি না। রিজভী কতদিক সামলাবে?

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘এখান থেকে (বিএনপির কেন্দ্রীয় কার্যালয়) থেকে দলকে পাহারা দিচ্ছে। আবার রাস্তায় নেমে মিছিল করেছে। সুতরাং সময়ের স্বরলিপি লেখার জন্য তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই।’

রিজভীর ত্যাগ এবং অবদান বিএনপির কোনো নেতা কোনোদিন ভুলে যাবে না বলেও মন্তব্য করেন মওদুদ আহমদ।

বিজ্ঞাপন

সময়ের স্বরলিপি বই বিক্রির সমস্ত টাকা বেগম খালেদা জিয়া ফাউন্ডেশনকে দান করা হবে বলে অনুষ্ঠানে ঘোষণা দেন গ্রন্থের লেখক রুহুল কবির রিজভী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমেদের সভাপতিত্বে এবং জাসাসের সহ সভাপতি জাহেদুল আলম হিটোর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, রিজভীর স্ত্রী আনজুমান আরা আইভিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

টপ নিউজ বিএনপি মওদুদ আহমদ রিজভী আহমেদ সময়ের স্বরলিপি

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর