বেতারে পদোন্নতি জট নিরসনে সুপারনিউমারি পদ সৃজনের সুপারিশ
৫ মার্চ ২০২০ ২৩:০৪ | আপডেট: ৫ মার্চ ২০২০ ২৩:১৮
ঢাকা: বিসিএস (তথ্য) ক্যাডারের অধীন বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের পদোন্নতি জট নিরসনে সুপারনিউমারি পদ সৃজন করে পদোন্নতি দিতে সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একইসঙ্গে জনমুখী জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে শুদ্ধাচারের ব্যাপক প্রসারেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একাদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আবুল হাসান মাহমুদ আলী, আ স ম ফিরোজ, হাফিজ আহমদ মজুমদার, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, দীপংকর তালুকদার, পনির উদ্দিন আহমেদ ও মোকাব্বির খান বৈঠকে অংশ নেন।
বৈঠকে জনপ্রশাসনের শুদ্ধাচার, নীতি ও চর্চা নিশ্চিত করতে পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে তামাকের প্রকৃত মূল্য ও কর বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিকে গাড়ি ও ড্রাইভারের সঙ্গে জ্বালানি দিতে এনটাইটেলমেন্ট প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বৈঠকে সুপারিশ করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় পদোন্নতি জট বাংলাদেশ বেতার বিসিএস (তথ্য) সংসদীয় কমিটি সুপারনিউমারি পদ সৃজন স্থায়ী কমিটি