পাপিয়াকাণ্ডে আমরা বিব্রত নই: ওবায়দুল কাদের
৫ মার্চ ২০২০ ১৭:৫২ | আপডেট: ৫ মার্চ ২০২০ ১৮:৫৭
ঢাকা: নরসিংদী জেলা যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়ার কর্মকাণ্ডে আমরা বিব্রত নই মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রুলিং পার্টিতে এ ধরনের বেনোজল ঢুকে পড়বে। এখনও অনেক বেনোজল শাস্তির পথে আছে। আমাদের দলীয় অনেকেরই জড়িত থাকার বিষয়ে আমরা বিব্রত হইনি, আমরা ব্যবস্থা নিয়েছি। অপরাধীকে অপরাধী হিসাবে দেখেছি। কাজেই এখানে আমরা বিব্রত নই।’
বৃহস্পতিবার (৫ মার্চ) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মুজিববর্ষ উপলক্ষে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ সব কথা বলেন।
পাপিয়াকাণ্ডে অনেকের নাম শোনা যাচ্ছে এতে আপনারা বিব্রত কি না? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা অপরাধীকে, অপকর্মকারীকে আইনের আওতায় আনতে এ পর্যন্ত বিব্রতবোধ করিনি। আমাদের দলীয় অনেকেরই জড়িত থাকার বিষয়ে আমরা বিব্রত হইনি, আমরা ব্যবস্থা নিয়েছি। অপরাধীকে অপরাধী হিসাবে দেখেছি। তারা কোন দলের লোক, কী তাদের পরিচয়, তা আমরা দেখিনি। কাজেই এ নিয়ে আমরা বিব্রত নই।’
কাদের আরও বলেন, ‘বেনোজল আমরা প্রতিরোধ করতে জানি এবং এ বেনোজলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎ সাহস শেখ হাসিনা সরকারের আছে। অতীতেও ছিল, এখনও আছে। কোনো অপরাধী পার পেয়ে যেতে পারেনি, শুদ্ধি অভিযানের নজরদারিতে এখনও অনেক বেনোজল শাস্তি মোকাবিলা করার পথে আছে, নজরদারিতে আছে। কাজেই কেউ যেন মনে না করে কেউ একজনের পাপ, অপরাধ দলীয় পরিচয় থাকার কারণে ঢাকা পড়ে যাবে অথবা শাস্তি থেকে পার পেয়ে যাবে এর কোনো কারণই নেই। এ ব্যাপারে আমাদের সরকার, আমাদের নেত্রী শেখ হাসিনা কঠোর অবস্থানে আছে।’
অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিচারক বদলির বিষয়টি সম্পূর্ণ বিচার বিভাগ ও আইন মন্ত্রণালয়ের বিষয়। আমরা আইনের শাসনে, বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি। আইন ও বিচার বিভাগের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হলেও তারই সমাধান করবে। দলীয়ভাবে আমরা কোন মন্তব্য করব না। দলীয়ভাবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। দলীয়ভাবে কোনো বিচ্যুতি দেখলে আমরা ব্যবস্থা নেব।’
এ বিষয়ে বিএনপির বক্তব্য সম্পর্কে কাদের বলেন, ‘বিএনপি ইস্যু খুঁজছে। এ বিষয়ে আমাদের কিছু করার নেই। এটি আইন ও বিচার বিভাগের বিষয়।’
এছাড়াও ঢাকা-১০ আসনে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনার জন্য প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান এবং চট্টগ্রাম সিটি নির্বাচনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ মান্নাফি, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিনসহ অনেকে।