Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ শিবিরকর্মী আটক, সাংগঠনিক বইপত্র ও লিফলেট জব্দ


৪ মার্চ ২০২০ ২৩:৪৮

কুড়িগ্রাম: সদরের বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম)।

এ সময় পুলিশ সুপার জানান, শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও ৬ জনকে আটক করা সম্ভব হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ সাংগঠনিক বইপত্র, চাঁদা আদায়ের রশিদ ও লিফলেট উদ্ধার করেছে পুলিশ।

আটকৃতরা হলেন – ওমর ফারুক, আতিকুর রহমান, আতাউর রহমান, মোতালিব মিয়া, নুর মোহাম্মদ ও মামুনুর রশিদ। এদের মধ্যে ওমর ফারুকের বাড়ি লালমনিরহাট জেলায়, বাকিরা সবাই কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ইসলামী ছাত্র শিবির কুড়িগ্রাম জব্দ পুলিশের অভিযান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর