সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু
৩ মার্চ ২০২০ ২৩:১৩ | আপডেট: ৪ মার্চ ২০২০ ১১:৫৯
সৌদি আরব থেকে: সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি মারা গেছেন। প্রবাসীরা মৌলভীবাজারের বাসিন্দা ছিলেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও একজন।
মৃতরা হলেন, জাকের আলী (১৯) এবং আব্দুল হান্নান (২৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন শাওন (১৯) ।
মঙ্গলবার (৩ মার্চ) সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৯টায় এই ঘটনা ঘটে। রিয়াদে বাংলাদেশ দূতাবাস এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
জাকের আলী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলি গ্রামের নছিম আলীর ছেলে। আব্দুল হান্নান এর বাড়ি জুড়ি উপজেলায়। তার পরিচয় বিস্তারিত পাওয়া যায়নি।
এছাড়া আহত শাওন আমুলি গ্রামের উকিল মিয়ার ছেলে। তিনি চিকিৎসাধীন আছেন রিয়াদ এর কিং ফাহাদ হাসপাতালে।
মৃত জাকের আলীর ভাই কুলাউড়ার মোজাহিদ আহমদ জানান, মাত্র ৫-৬ মাস আগে পরিবার ও নিজের ভাগ্য বদলের আশায় সৌদি আরবের রিয়াদে এসেছিলেন জাকের আলী ।