Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন


৩ মার্চ ২০২০ ২১:৩৩ | আপডেট: ৪ মার্চ ২০২০ ১০:১১

শ্বাসরুদ্ধকর ম্যাচে জিম্বাবুয়েকে ৪ রানে হারিয়ে ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩ মার্চ) খেলা শেষে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানায়।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ক্রিকেটাররা ভবিষ্যতেও জয়ের এই ধারা অব্যাহত রাখবে।

এর আগে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ও জিম্বাবুয়ে মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ তুলে ৩২২ রান। তামিম করেন ক্যারিয়ার সর্বোচ্চ ১৫৮। ১৩৬ বল খেলে দেশসেরা অপেনার হাঁকিয়েছেন ২০ চার ও ৩ ছয়।

অভিনন্দন বার্তা জিম্বাবুয়ে টাইগার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট দল সিরিজ জয়

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর