Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুদ্ধানন্দ মহাথেরের মৃত্যুতে জাতীয় পার্টির শোক


৩ মার্চ ২০২০ ১৫:৫০

ঢাকা: একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক ও বৌদ্ধ ধর্ম গুরু শুদ্ধানন্দ মহাথের এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

মঙ্গলবার (৩ মার্চ) এক শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের শুদ্ধানন্দ মহাথেরের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন।

শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত শুদ্ধানন্দ মহাথের এর আত্মার শান্তিকামনা করেন। পাশাপাশি শোকার্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান।

আরও পড়ুন: সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের আর নেই

শোকবার্তায় তিনি আরও বলেন, শুদ্ধানন্দ মহাথের দেশ ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে দেশের বৌদ্ধ সম্প্রদায় একজন অকৃত্রিম অভিভাবককে হারাল। তিনি সমাজসেবার স্বীকৃতি হিসেবে একুশে পদক, অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, বাংলা একাডেমি ফেলো, মহাত্মা গান্ধী শান্তি পদক এবং শান্তি স্বর্ণপদক অর্জন করে বর্ণাঢ্য জীবনের স্বাক্ষর রেখেছেন।

শুদ্ধানন্দ মহাথের এর মৃত্যুতে আরও শোক জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গাঁ এমপি।

গোলাম মোহাম্মদ কাদের এমপি জাতীয় পার্টি শুদ্ধানন্দ মহাথের শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর