Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতায় অমিত শাহ্‌, পদযাত্রা থেকে ‘গুলি করো’ স্লোগান


১ মার্চ ২০২০ ১৬:০৩

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা অমিত শাহ্‌ সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থনে এক পদযাত্রায় অংশ নিতে রোববার (১ মার্চ) কলকাতা পৌঁছেছেন। কলকাতার শহীদ মিনার প্রাঙ্গন থেকে শুরু হওয়া পদযাত্রা থেকে ‘গাদ্দারদের গুলি করো’ স্লোগান দেওয়া হয়েছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

এর আগে, উত্তর প্রদেশের উদাহরণ টেনে পশ্চিমবঙ্গের বিজেপি প্রধান দিলীপ ঘোষ বলেছিলেন, সিএএ বিরোধীদের গুলি করে মারা হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, রাজধানী দিল্লিতে এই আইনের সমর্থক ও বিরোধীদের মধ্যে প্রাণঘাতি সংঘর্ষ সংগঠিত হওয়ার পর এবার পশ্চিমবঙ্গের সিএএবিরোধী আন্দোলন দমাতে একই ধরণের ঔদ্ধত্যপূর্ণ স্লোগান ব্যবহার করল বিজেপির নেতাকর্মীরা।

তবে, এই স্লোগানের ব্যাপারে পশ্চিমবঙ্গের শীর্ষ বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করেও তাদের কোনো মন্তব্য নিতে পারেনি সংবাদমাধ্যম।

অমিত শাহ্ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর