গোপন বৈঠক থেকে ১১ জামায়াত নেতাকর্মী গ্রেফতার
২৭ ফেব্রুয়ারি ২০২০ ২২:২৬ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ ০০:০১
কুষ্টিয়া: সদর উপজেলার গোস্বামী দুর্গাপুরে এক গোপন বৈঠক থেকে ইউনিয়ন জামায়াতের আমির আলমগীর হোসেনসহ নাশকতা মামলার আসামি ১১ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা সারাবাংলাকে ওই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দুর্গাপুরের শংকরদিয়া গ্রামের মন্টু মিয়ার বাড়িতে অভিযান চালায়। ওই বাড়িতে চলমান জামায়াতের গোপন বৈঠক থেকে ১১ নেতাকর্মীকে গ্রেফতার করে তারা।
গ্রেফতার হওয়া সকলেই ফেব্রুয়ারির ৬ তারিখে কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা একটি নাশকতা মামলার আসামি। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।