Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কভিড-১৯: এপ্রিল পর্যন্ত জাপানের সব স্কুল বন্ধ ঘোষণা


২৭ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৩১ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ২১:২৪

ছবি – জাপান টুডে

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগের সংক্রমণ ঠেকাতে সোমবার (২ মার্চ) থেকে এপ্রিল পর্যন্ত জাপানের সব এলিমেন্টারি, জুনিয়র হাইস্কুল ও হাইস্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে কেবিনেট মিটিংয়ের পর এই নির্দেশনা জারি করেছেন। খবর জাপান টাইমস।

এমনিতেই এই সময়টাতে জাপানের স্কুলগুলোতে বসন্তের ছুটি (স্প্রিং ব্রেক) চলে। প্রতিবছর এপ্রিলের শুরুরদিকে এই ছুটি শেষ হয়। কিন্তু, এ বছর কভিড-১৯ রোগের সংক্রমণের মুখে অতিরিক্ত সতর্কতা হিসবে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে শিনজো আবে জাপান টাইমসকে জানিয়েছেন, জাপানে কভিড-১৯ সংক্রমণের খুব বিপদজনক সময় আগামী দুই সপ্তাহ। এ সময়টাতে তারা স্কুলের শিক্ষার্থীদের নিরাপদে রাখতে চান। তাই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ সরকার শিশুদের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করে।

জাপানের স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা ডে কেয়ার বা আফটার স্কুল ফ্যাসিলিটিজের জন্য প্রযোজ্য হবে না।

প্রসঙ্গত, জাপানে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ২০০ পার হওয়ার পর দেশটির সর্বোচ্চ প্রশাসনিক পর্যায় থেকে এপ্রিল পর্যন্ত সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কভিড-১৯ করোনাভাইরাস জাপান টপ নিউজ স্কুল বন্ধ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর