Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাছিরকে সঙ্গে নিয়ে রেজাউলের মনোনয়নপত্র জমা


২৭ ফেব্রুয়ারি ২০২০ ১৪:১৩ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ২১:২৪

চট্টগ্রাম ব্যুরো: মনোনয়ন বঞ্চিত আ জ ম নাছির উদ্দীনকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এ সময় নগর আওয়ামী লীগের আরও কয়েকজন নেতা সঙ্গে ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন রেজাউল করিম।

বিজ্ঞাপন

এ সময় তার সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, উত্তর জেলার সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর কমিটির অর্থ সসম্পাদক সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, নোমান আল মাহমুদ, আইনবিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, নগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু।

মনোনয়পত্র জমা দিতে যাওয়ার সময় বিপুল সংখ্যক নেতাকর্মী দেখা যায় রেজাউল করিম চৌধুরীর সঙ্গে। এক সময় রীতিমতো তা শোডাউনে পরিণত হয়। অবশ্য বিধি মেনে পাঁচজন নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢোকেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এই যুগ্ম-সম্পাদক।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর রেজাউল করিম বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি। জনগণের ওপর আমার আস্থা আছে। তাদের হৃদয় জয় করতে পেরেছি। ইনশাল্লাহ বিজয়ী হব।’

বিজয়ী হতে পারলে পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তুলবেন জানিয়ে তিনি বলেন, ‘১৭ বছর এ বি এম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের মেয়র ছিলেন। তিনি চট্টগ্রাম সিটি সকরপোরেশনকে মানুষের আস্থার জায়গায় নিয়ে গিয়েছিলেন। বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলমান রেখেছেন। তা বেগবান করব।’ আধুনিক পর্যটন নগরী হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলার কথাও জানান তিনি।

বিজ্ঞাপন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী করেছে নগরের সভাপতি ডা. শাহাদাত হোসেন সম্পর্কে রেজাউল বলেন, ‘প্রতিপক্ষ সবাই সমান। উভয়পক্ষে ভালো খেলোয়াড় না হলে মাঠে দর্শক আসে না।’

রেজাউলের সঙ্গে থাকা সিটি মেয়র আ জ ম নাছির বলেন, ‘ইভিএম আধুনিক ব্যবস্থা। কোনো সুযোগ নেই সংশয় ব্যক্ত করার। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’

বিএনপির বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘কেউ জেগে ঘুমালে তাকে জাগানো যায় না। তারা মাঠে নামুক, আচরণবিধি মেনে প্রচারণা চালাক। ভিত্তিহীন কাল্পনিক অভিযোগ করে লাভ নেই, মাঠে নামতে হবে।’

চসিক টপ নিউজ নির্বাচন মনোনয়নপত্র জমা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর