Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাড়পত্র পেলো ‘আমার মা’


২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৯:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘আমার মা’ ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি সেন্সর বোর্ড ছাড়পত্রটি দেয়।

ছবিটির প্রধান চরিত্রে আছেন ববি ও ডি এ তায়েব। নাম ভূমিকায় অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী আনোয়ারা বেগম। আরও অভিনয় করেছেন, তামান্না, সোহেল খান, জাহিদ হোসেন শোভন, হোমায়রা হিমু, কল্যাণ কোরাইয়া, সুইট, জাহান এম রহমান, শরীফ সারোয়ার, মুকুল চৌধুরী, শিশুশিল্পী টুনটুনিসহ বাংলাদেশ পুলিশের বেশ ক’জন কর্মকর্তা।

‘আমার মা’ প্রযোজনা করেছে এস জি প্রোডাকশন। প্রযোজনা সংস্থার চেয়ারম্যান মাহবুবা শাহরীন ছবিটি নিয়ে বলেন, ‘ছবিটি শুধু দেশে নয়, বিশ্বব্যাপী দর্শকদের নাড়া দেবে। কারণ, এর গল্প এগিয়েছে মমতাময়ী এক মা’কে ঘিরে।’

বিজ্ঞাপন

ভালো একটি দিন দেখে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানালেন প্রযোজক।