ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে একই পরিবারের দুজনের মৃত্যু
২৪ ফেব্রুয়ারি ২০২০ ০৪:২৭ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ১১:৫০
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।
হাসপাতাল সূত্রে জানা যায় বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী মিনা বেগম (৩২) গত শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। পরদিন শনিবার (২২ ফেব্রুয়ারি) হাফিজুলের বড়ভাই হাজিরুলের স্ত্রী অসিনা বেগম (৩৫) অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। ওইদিন চিকিৎসা শেষে বাড়ি ফিরলে রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে তিনিও মারা যান।
অপরদিকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন হাজিরুলের মেয়ে তানজিনা আক্তার (১৪), মা হাজেরা খাতুন (৫৫) ও তার আরেক ভাইয়ের স্ত্রী আলেয়া আক্তার (৩২)।
এই ঘটনার কারণ উদঘাটন করতে জেলা স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল ওই গ্রাম পরিদর্শন করেছেন।
এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার বলেন কি কারণে তারা মারা গেছেন তা এখনো নিশ্চিত না। যারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন তারা ভাল আছেন বলে জানান তিনি।