Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৩৪৬ জন


২২ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪৫ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪৭

চীনের পর এখন করোনাভাইরাসে দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। দেশটিতে নতুন করে ১৪২ জন ভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। তাই মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৪৬ এ। এছাড়া মারা গেছেন ২ জন। খবর বিবিসির।

এতে করে চীনের বাইরে ভাইরাসটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিল। দক্ষিণ কোরিয়ায় আক্রান্তদের বেশিরভাগই শেনচিয়ন্জি অঞ্চলের। সেখানে আক্রান্ত হয়েছেন ১৬৯ জন। চেয়ংডং কাউন্টির একটি হাসপাতালের মানসিক রোগ নিরাময় কেন্দ্রে আক্রান্ত হয়েছেন ১০০ জনের বেশি।

বিজ্ঞাপন

এদিকে করোনাভাইরাসে অস্ট্রেলিয়ায় নতুন করে ৬ জন আক্রান্ত হয়েছেন। এ হিসেবে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ল ২১ এ। আক্রান্তদের মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

জাপানে আক্রান্ত ৯৯ জন। ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপে আক্রান্তের সংখ্যা হিসেব করলে দেশটি সেবা দিচ্ছে ৭৩৮ করোনা রোগীর। ইতালিতে মোট আক্রান্ত হয়েছেন ১৭ জন, এরমধ্যে মৃত্যু হয়েছে একজনের। সংযুক্ত আরব আমিরাতে ১ বাংলাদেশিসহ আক্রান্তের সংখ্যা ১১ জন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীন প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায় দেশটির উহান শহরে করোনাভাইরাসের উপস্থিতির কথা। চীন থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া ভাইরাসে এ পর্যন্ত ৭৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ হাজার ৩৬০ জন।

করোনাভাইরাস চীন দক্ষিণ কোরিয়া

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর