Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বামন শিশুকে সহপাঠীদের নিপীড়ন, পাশে দাঁড়ালেন সেলিব্রেটিরা


২২ ফেব্রুয়ারি ২০২০ ১১:৩২ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০৮

নয় বছরের অস্ট্রেলীয় শিশু কোয়াডেন। বিশেষ শারীরিক গঠনের কারণে অন্যদের চেয়ে সে দেখতে ছোট। এ কারণেই স্কুলের সহপাঠীদের হাসি-ঠাট্টার মধ্যে পড়তে হয় তাকে। কান্নায় ভেঙে পড়ে কোয়াডেন তার মাকে জানায় সে এভাবে বেঁচে থাকতে চায় না। পুরো ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এরপর শিশুটিকে ভালোবাসার কথা জানান হলিউডের অভিনেতা হিউ জ্যাকম্যানসহ খ্যাতনামা ব্যক্তিরা। খবর বিবিসির।

কোয়াডেনের মা ইয়ারাকা বেলিসের করা সেই ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। ৭ মিনিটের ওই ভিডিওতে কোয়াডেন কেঁদে কেঁদে বলছিল, আমাকে একটা দড়ি দাও, আমি আর বেঁচে থাকতে চাই না। ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করব। আমি চাই কেউ আমাকে মেরে ফেলুক!

বিজ্ঞাপন

ভিডিওতে বেলিস বলছিলেন, মা হিসেবে আমি ব্যর্থ! আমার মনে হয় শিক্ষাব্যবস্থাও ব্যর্থ।

এমন হৃদয়বিদারক ঘটনা মন ছুঁয়েছে অনেকের। অস্ট্রেলীয় অভিনেতা হিউ জ্যাকম্যান কোয়াডেনকে বন্ধু ডেকে শক্ত হওয়ার জন্য বলেছেন। জাতীয় রাগবি দলও শিশুটিকে আমন্ত্রণের কথা জানিয়েছে। মার্কিন কমেডিয়ান ব্র্যাড উইলিয়ামস সহমর্মিতা জানিয়ে অর্থ সহযোগিতা ঘোষণা করেছেন। কোয়াডেন জন্য তহবিলে জমা পড়েছে প্রায় ৩ লাখ ডলার।

অস্ট্রেলিয়া ইয়ারাকা বেলিস কোয়াডেন টপ নিউজ বামন শিশু নিপীড়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর