লন্ডনে মসজিদে ছুরিকাঘাত, সন্দেহভাজন গ্রেফতার
২০ ফেব্রুয়ারি ২০২০ ২২:৫২ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ২২:৫৭
লন্ডনের একটি মসজিদে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ছুরিকাঘাতের শিকার হয়েছেন এক ব্যক্তি। শহরের মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। খবর রয়টার্স।
ভুক্তভোগী ব্যক্তির বয়স ৭০ এর কোঠায়। তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে পুলিশ।
টুইটারে পোস্ট হওয়া ছবিগুলোতে দেখা গেছে পুলিশ সদস্যরা রিজেন্টস পার্কের কাছে একটি মসজিদের হলওয়ে থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে।