আজই শেষ দিন নয়, আরও দিন আছে: মেয়র নাছির
২০ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৩৩ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ২০:৪৬
চট্টগ্রাম ব্যুরো: দলের ভেতরে আত্মঘাতী কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেছেন, ‘আজকের দিনটিই শেষ দিন নয়, আরও দিন আছে।’
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট চত্বরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে নগর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় মেয়র একথা বলেন। সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে দলের মনোনয়ন পাওয়া নগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরীও বক্তৃতা করেন।
ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে মেয়র নাছির বলেন, ‘ভাষা আন্দোলনের পথ ধরেই বাঙালি জাতির সব আন্দোলন পরবর্তীতে হয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধও হয়েছে ভাষা আন্দোলনের পথ ধরেই। সব আন্দোলনেই নেতৃত্ব দিয়েছেন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শুধু এদেশের ভৌগলিক স্বাধীনতা চাননি, তিনি অর্থনৈতিক মুক্তিও চেয়েছিলেন। অর্থনৈতিক স্বাধীনতার মধ্য দিয়ে বাঙালি জাতি একটি সুখী, সমৃদ্ধ জাতি হিসেবে রূপ লাভ করবে সেটাই তিনি চেয়েছিলেন। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন।’
প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে দলের ভেতরে আত্মঘাতী কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘আমরা যারা আওয়ামী লীগের রাজনীতি করি, অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত আছি, আওয়ামী পরিবারের সদস্য, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। আমাদের আত্মঘাতী কর্মকাণ্ড পরিহার করতে হবে। আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দলের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে হবে।’
‘আত্মঘাতী কর্মকাণ্ডে লিপ্ত যারা আছেন, তাদের বলছি রাজনীতিতে ত্যাগ স্বীকার করতে শিখুন। রাজনীতিতে জয়-পরাজয় বলতে কোনো শব্দ নেই। আজকের দিনটিই কিন্তু শেষ দিন নয়, আরও দিন আছে। ক্ষমতার পরিবর্তন অপরিহার্য। কেউ ক্ষমতার জন্য অপরিহার্য নন। পরিবর্তনটাই অপরিহার্য, একথা মনে রাখতে হবে। সবাইকে নিয়েই সংগঠন। কাউকে বাদ দিয়ে সংগঠন নয়। আসুন, বাস্তবতা উপলব্ধি করে চিন্তাচেতনা, ধ্যানধারণা এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন করি। নীতি-আদর্শকে ধারণ করে সংগঠনের ভাবমূর্তি রক্ষা করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হই’- বলেন আ জ ম নাছির।
মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে সভার ‘বিশেষ আকর্ষণ’ উল্লেখ করে নাছির বলেন, ‘আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন। সেই নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক তুলে দিয়েছেন রেজাউল করিম চৌধুরীর হাতে। উনাকে বিজয়ী করার জন্য আমরা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ পরিবারের সদস্যরা ঐক্যবদ্ধভাবে সর্বশক্তি নিয়োগ করে সর্বোচ্চ চেষ্টা করব।’
সভায় রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ একটি পরিবার। এই পরিবারের অভিভাবক জননেত্রী শেখ হাসিনা। এই পরিবারের সদস্যরা যে কোনো সংকটময় মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে, যেকোনো অপশক্তির মোকাবিলা অতীতেও করেছে এবং ভবিষ্যতেও করবে। যতই কথা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে কারও অস্তিত্ব কারও থাকবে না; কোনো নেতার অস্তিত্ব থাকবে না। রেজাউল করিম চৌধুরী বলেন কিংবা আরও বড় নেতা, কারও অস্তিত্ব থাকবে না। শত্রু কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। শত্রুকে মোকাবিলার জন্য ঐক্যবদ্ধ এবং প্রস্তুত থাকতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
২০১৫ সালের ২৮ এপ্রিল অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী এম মনজুর আলমকে হারিয়ে মেয়র হয়েছিলেন আ জ ম নাছির উদ্দীন। এবারও তিনি মনোনয়নের জোরালো দাবিদার ছিলেন। কিন্তু আওয়ামী লীগ এবার নাছিরের পরিবর্তে রেজাউল করিম চৌধুরীকে প্রার্থী করেছে। প্রতিক্রিয়ায় নাছির বলেছেন, ‘তিনি হতাশ নন। তবে মনোনয়ন না পাওয়ার জন্য দলের ভেতরে অপরাজনীতি ও ষড়যন্ত্র হয়েছে।’