Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরাগ তীর দখলমুক্ত করতে বিআইডব্লিউটি’র অভিযান


১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৮:০৫

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে চলছে তৃতীয় ধাপের প্রথম দিনের এই অভিযান।

এর আগে দুই ধাপে তুরাগ নদীর দূষণ ও তীর দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ।

সকাল থেকে তুরাগ তীরের রেলওয়ে ব্রিজ এলাকার বেশকিছু বহুতল ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাপশি ব্রিজের নীচে জমে থাকা আবর্জনা অপসারন করে নদীর পানির প্রবাহ গতিশীল করা হয়।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক কে এম আরিফ উদ্দিন। তিনি জানান, এই ধাপে বৃহস্পতিবার বিকেল পযর্ন্ত তাদের অভিযান চলবে।

নৌ পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও  স্থানীয় প্রশাসন অভিযানে বিআইডব্লিউটিএকে সব ধরনের সহযোগিতা করছে।

অবৈধ স্থাপনা অবৈধ স্থাপনা উচ্ছেদ তুরাগ তীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর