Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিয়া মিলিয়ায় পুলিশি নির্যাতনের ভিডিও ভাইরাল


১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৪২

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ করায় দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। লাইব্রেরিতে শিক্ষার্থীদের টার্গেট করে পুলিশি নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে প্রমাণ মিলে, দিল্লি পুলিশ ক্যাম্পাসে এলোপাতাড়িভাবে লাঠিচার্জ করেছে। খবর এনডিটিভির।

‘জামিয়া কো-অর্ডিনেশন কমিটি নামে শিক্ষার্থীদের একটি গ্রুপ প্রথম ভিডিওটি প্রকাশ করে। ৪৯ সেকেন্ডের এই ক্লিপের শুরুতে দেখা যায়, শিক্ষার্থীরা শান্তভাবে লাইব্রেরিতে পড়ছে। হঠাৎ সেখানে প্রবেশ করে পুলিশ। শিক্ষার্থীরা ডেস্কের আড়ালে ও দৌড়ে পালাতে চেষ্টা করে। তবে পুলিশ নির্দয়ভাবে লাঠিচার্জ করে যায়।

বলিউড পরিচালক অনুরাগ কেশপ ভিডিওটি টুইট করেছেন। তার মতে, এর মধ্যে দিয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে উঠা অভিযোগের প্রমাণ মিলল। কোনো রকম উসকানি ছাড়াই শিক্ষার্থীদের  ওপর হামলা চালানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে সিএএ-র বিরোধিতা করে মিছিল করে শিক্ষার্থীরা। এরপরই সেখানে উপস্থিত হয় পুলিশ। শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়া হয়। আটক করা হয় অন্তত ১০০ জনকে।

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় দিল্লি ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর