Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্লিনে বন্দুক হামলায় নিহত ১, আহত ৪


১৫ ফেব্রুয়ারি ২০২০ ২১:৪৭ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০ ২১:৫২

জার্মানির বার্লিন শহরে বন্দুকধারীর হামলায় ১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শহরে একটি মিউজিক ভেন্যুর বাইরেই এই হামলা চালানো হয়। পালিয়ে গেছেন বন্দুকধারী। খবর ইউরো নিউজের।

জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, মিউজিক ভেন্যু দ্য টেম্পড্রামের বাইরে গুলি চালানো হয়। সেখানে তার্কিশ কমেডি নাইট উদযাপিত হচ্ছিল। পোস্টডামার প্লাজ শহরে এটি অবস্থিত।

বার্লিন পুলিশ জানায়, ৪২ বছর বয়স্ক এক ব্যক্তি মারা গেছেন। চারজনের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

তবে তারা সবাই গুলিবিদ্ধ হয়েছেন কি না তা এখনো জানা যায়নি।

বন্দুক হামলার কারণ এখনো স্পষ্ট নয় । এটি সন্ত্রাসী হামলা নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইউরোপের শহরগুলোর মধ্যে বার্লিনে হত্যা হার সর্বোচ্চ।

বন্দুক হামলা বার্লিন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর