Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে ২ কোটি ১৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ


১১ ফেব্রুয়ারি ২০২০ ১৮:১৫

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় নৌ-পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন কারখানা থেকে ২ কোটি ১৫ লাখ ১০ হাজার ৩০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৭৬ হাজার ৪৪০টি সুতার ববিন জব্দ করেছে।

নৌ-পুলিশের ডিআইজি আতিকুল ইসলামের নির্দেশনায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক দাম ৬৫ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা। অভিযান শেষ হওয়ার পর জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম ও মুন্সীগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফের উপস্থিতিতে মুক্তারপুর পান্না সিনেমা হলের সামনে জব্দকৃত মালামাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

ঢাকা অঞ্চল নৌ-পুলিশ অতিরিক্ত ডিআইজি মো. মাহাবুবের নেতৃত্বে অভিযানে ছিলেন উপস্থিত ছিলেন ঢাকা নৌপুলিশ অতিরিক্ত ডিআইজি মোল্লা নজরুল ইসলাম বিপিএম পিপিএম, ঢাকা নৌ পুলিশের (ক্রাইম অ্যান্ড অপারেশন) পুলিশ সুপার বিএম হারুন রশিদ, ঢাকা নৌ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শফিকুল ইসলাম, ঢাকা অতিরিক্ত নৌ পুলিশ সুপার মো. মাহফুজ্জামান সরকার, মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান, জেলা মৎস কর্মকর্তা সুনীল মন্ডল, মুক্তারপুর নৌ ফাড়ির ইনচার্জ মো. নেওয়াজ উদ্দিন আহমেদ, সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আকন্দ প্রমুখ।

কারেন্ট জাল জব্দ মুন্সীগঞ্জ সূতা