Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস নিয়ে মিথ্যা তথ্য থেকে দূরে থাকার আহ্বান


৯ ফেব্রুয়ারি ২০২০ ২০:৩৩

চীনের উহান থেকে বিশ্বের অন্তত ২৫টি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। অনলাইনে এই ভাইরাস নিয়ে ছড়াচ্ছে ভুল তথ্য ও গুজব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, অনলাইনে এসব ‘ট্রল ও কন্সপাইরেসি’ থিওরি করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধকে আরও কঠিন করে দিয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়।

ডব্লিউএইচও মহাপরিচালক ড. তেদরোস আদাহানম গেবরিয়াসিস বলেন, অনলাইনে অপপ্রচার করোনাভাইরাসের বিরুদ্ধে লড়া সাহসী কর্মীদের কাজ আরও কঠিন করে দিচ্ছে। সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি হয়েছে।

তিনি জানান, করোনাভাইরাসের বিরুদ্ধে যেমন লড়তে হচ্ছে, তেমনি লড়তে হচ্ছে অনলাইনে ছড়ানো ভুল তথ্যের বিরুদ্ধে।

উদাহরণ হিসেবে বলা যায়, রাশিয়ার চ্যানেল ওয়ান করোনাভাইরাস নিয়ে করা সংবাদে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এর যোগসূত্র টেনেছে। সংবাদে দাবি করা হয়, মার্কিন গোয়েন্দা ও ওষুধ কোম্পানিগুলো ভাইরাসের জন্য দায়ী।

এছাড়া, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের ট্যাবলয়েড মিডিয়াগুলো এক নারীর ছবি প্রকাশ করে, যিনি বাদুড়ের স্যুপ খাচ্ছেন। ধারণা করা হয় করোনাভাইরাস ছড়ানোতে বাদুড়ের ভূমিকা থাকতে পারে। পরবর্তীতে জানা যায় ওটি ২০১৬ সালের ছবি। তাও তোলা হয়েছে পালাউ থেকে।

সাপ থেকে করোনাভাইরাস ছড়িয়েছে বলে খবর প্রকাশিত হচ্ছে। তাও এখনো বৈজ্ঞানিকভাবে নিশ্চিত নয়।

অনলাইনে অপপ্রচার উহান করোনাভাইরাস চীন সামাজিক যোগাযোগমাধ্যম

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর