আফগানিস্তানে ২ মার্কিন সেনা নিহত, আহত ৬
৯ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৪৪ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৪৬
আফগানিস্তানের পূর্বাঞ্চলে বন্দুকধারীর হামলায় ২ মার্কিন সেনার মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৬ জন। সংঘর্ষে মারা গেছেন হামলাকারী।
শনিবার (৮ ফেব্রুয়ারি) নানগারহার প্রদেশে এই ঘটনা ঘটে বলে মার্কিন সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়।
কর্নেল সনি লেগেত বলেন, আমরা যতদূর জানতে পেরেছি আফগান সামরিক পোশাক পরিহিত এক ব্যক্তি আফগান ও মার্কিন সেনাদের ওপর মেশিনগান দিয়ে হামলা চালিয়েছে।
তিনি আরও বলেন, আমরা এখনো তথ্য সংগ্রহ করছি। হামলার কারণ জানা যায়নি।
রাজ্যের গভর্নর শাহ মাহমুদ মেয়াখালি জানান, এই ঘটনায় তিন আফগান কমান্ডো আহত হয়েছেন।
রাজ্যটির কাউন্সিল মেম্বার সোহরাব কাদেরি রয়টার্সকে জানান, সংঘর্ষে বন্দুকধারীও মারা গেছে।
আফগানিস্তানে বর্তমানে ১৩ হাজার মার্কিন সেনা কর্মরত আছেন। গত নভেম্বরে আফগান সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি দেশটি থেকে সেনা প্রত্যাহারের কথা ভাবছেন।