Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার আগুনে পুড়ল বনানীর টিঅ্যান্ডটি কলোনির বস্তি


৮ ফেব্রুয়ারি ২০২০ ০৬:২৬ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২০ ০৬:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনির বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসের কামরুল হাসান সারাবাংলাকে বলেন, ‘রাত ৩টা ২৮ মিনিটের দিকে প্রথমে বনানীর গোডাউন বস্তিতে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী বাইদা বস্তিতেও। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। এক পর্যায়ে তাদের সঙ্গে কুর্মিটোলা, বারিধারাসহ অন্যান্য স্থান থেকে আরও ১৫টি ইউনিট যোগ দেয়। মোট ২২টি ইউনিটের প্রচেষ্টায় ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

কামরুল হাসান আরও জানান, কোথা থেকে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

বিজ্ঞাপন

আরো