Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুটিংয়ে গড়াচ্ছে ‘ঈসা খাঁ’


৮ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৩০ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২০ ১১:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলার বারো ভুঁইয়াদের প্রধান ছিলেন ‘ঈসা খাঁ’। বাংলায় স্বাধীন জমিদারী প্রতিষ্ঠাকারী এ জমিদারকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ডায়েল রহমান। ‘মসনদ-ই-আলা ঈসা খাঁ’ নামক ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন ডিএ তায়েব। পরিচালক জানালেন এ সপ্তাহেই শুটিং শুরু হবে।

ডায়েল রহমান সারাবাংলাকে বলেন, ‘আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে আমরা শুটিং শুরু করবো। প্রথম তিনদিন শুটিং হবে গাজীপুরের কালিয়াকৈরের জমিদার বাড়িতে। এরপর সোনারগাঁও, মহেরা জমিদার বাড়ি, মুরাপাড়া জমিদার বাড়িসহ দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানে শুটিং করবো আমরা।’

ঈসা খাঁর তার বাবার হারানো জমিদারী নতুন ফিরে পাওয়ার পর থেকে জীবনের গল্প বলা হবে ‘মসনদ-ই-আলা ঈসা খাঁ’ ছবিটিতে। গল্প ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে।

বিজ্ঞাপন

ছবির প্রধান নারী চরিত্র এখনো ঠিক না হলেও ডিএ তায়েব ছাড়া আরও অভিনয় করবেন অমিত হাসান, রেবেকা। এসজি প্রোডাকশনের ব্যানারে এটি নির্মিত হবে।

এদিকে একই পরিচালক তিতুমীরকে নিয়ে নির্মাণ করবেন ‘তিতুমীর’। যার প্রধান চরিত্রে অভিনয় করবেন নিরব।

বিজ্ঞাপন

আরো