Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মেইড ইন বাংলাদেশ’ ধারণাকে উৎসাহিত করতে হবে: রাষ্ট্রপতি


৬ ফেব্রুয়ারি ২০২০ ২২:১৩ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২০ ১৩:০৮

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, স্থানীয় সফটওয়্যার অর্থাৎ মেইড ইন বাংলাদেশ ধারণাকে উৎসাহিত করতে হবে। সফটওয়্যার কোম্পানিগুলোকে আত্মনির্ভরশীল করে তুলতে দাতা সংস্থার সহায়তার বাস্তবায়িত প্রকল্পে স্থানীয় সফটওয়্যার কোম্পানিগুলোকে সুযোগ দিতে হবে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১৬তম বেসিস সফটএক্সপো-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘তথ্য-প্রযুক্তিতে জ্ঞানসম্পন্ন তরুণদের জন্য দেশেই কর্মসংস্থান তৈরি হবে। দেশের মেধাবী আইটি পেশাজীবীরা উন্নত দেশগুলোতে তাদের মেধার উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছেন। আমি মনে করি, তথ্যপ্রযুক্তির জ্ঞানসমৃদ্ধ প্রতিভাবান তরুণদের দেশে কাজের সুযোগ সৃষ্টি করতে পারলে তারাও দেশের উন্নয়নে তাদের মেধাকে কাজে লাগাতে পারবে।’

২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে। এর সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, এবং তা বাস্তবায়ন করছে। চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মেলাতে আমাদের তরুণ সমাজকে কাজে লাগাতে হবে কারণ তারাই আমাদের সম্পদ।’


উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বেসিসের সহ-সভাপতি (অর্থ) ও বেসিস সফটএক্সপোর আহ্বায়ক মুশফিকুর রহমান, বেসিস সফটএক্সপো-২০২০’র প্লাটিনাম স্পন্সর ডাচ বাংলা ব্যাংক লিমিটেড- ডিবিবিএল’র চেয়ারম্যান সায়েম আহমেদ, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন ও পরিচালক দিদারুল আলম।

বেসিস এক্সপো মেইড ইন বাংলাদেশ রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর