নোট-গাইড বই বন্ধে জেলা প্রশাসনের সহযোগিতা চান শিক্ষামন্ত্রী
৬ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৪০ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৫১
ঢাকা: শিক্ষাপ্রতিষ্ঠানে নোট বই ও গাইড বন্ধ করতে জেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘নোট ও গাইড প্রকাশ করা প্রতিষ্ঠানগুলো শিক্ষকদের আর্থিক সুবিধা দিয়ে এসব বইয়ের বিক্রি বাড়ায়। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের বই কিনতে ভয় দেখিয়ে বাধ্য করা হয়। এই চর্চা বন্ধ করতে হবে।’
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি এ কে এম হামিদ উপস্থিত ছিলেন। সদ্য সমাপ্ত দক্ষতাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ‘ঢাকা ঘোষণা’ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এবারের সম্মেলনে ঢাকা ঘোষণায় মানসম্মত কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা গাইড ও নোট বই ব্যবহার বন্ধ করতে চাই। সৃজনশীল পদ্ধতিতে এগুলোর পড়ানোর দরকার পড়েনা। শিক্ষা মন্ত্রণালয়ের একা এসব বন্ধ করতে পারবে না। জেলা প্রশাসন সহ সকল মানুষের সহযোগিতা লাগবে।’
চলিত এসএসসি ও সমমানের পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রশ্নপত্র বিতরণে একটা ভুলের ঘটনা ঘটেছে। ছোট্ট ঘটনা কিন্তু এমনটা হবে কেন? আরও সচেতন হতে হবে। শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’
শিক্ষক নিয়োগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকারি-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সাত হাজারের বেশি শিক্ষক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। যেহেতু সরকারি কর্ম কমিশনের মাধ্যমে এই নিয়োগ হয়, সে জন্য এটা করতে এক বছরের চেয়ে বেশি সময় লাগতে পারে।’