জনগণই প্রতিরোধ গড়ে তুলবে: ড. কামাল
৪ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩২ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২০ ১৭:১৩
ঢাকা: চলমান রাজনৈতিক সংকট উত্তরণ এবং জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মতিঝিলে নিজ চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বৈঠক শেষে ড. কামাল হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের নির্বাহী সভাপতি মহসীন রশিদ। তিনি বলেন, ‘সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচন প্রক্রিয়ার প্রতি যুবসমাজ ও সাধারণ জনগণ অনাস্থা প্রকাশ করেছে। নির্বাচনে মেয়ররা মাত্র ৫-৭ শতাংশ ভোট পেয়েছে। বাকিটা ইভিএমের জালভোট।’
তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলে আইনের শাসন, নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। সরকার চায়, জনগণ ভোট কেন্দ্রে না যাক। কারণ, সরকার ভোটকেন্দ্রে জনগণের উপস্থিতি ভয় পায়। তাই সরকার ভোট ও নির্বাচন থেকে জনগণকে দূরে রাখতে চায়।’
‘জনগণ ভোট কেন্দ্রে না যাওয়ার অর্থ হলো- তারা মনে করে তাদের ভোটে সরকার পরিবর্তন হবে না। এটা দেশ জাতির জন্য অশনি সংকেত’— বলেন মহসীন রশিদ।
খালেদা জিয়ার কারাবন্দির ২ বছর পূর্তি সামনে রেখে আয়োজিত এ সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ৮ ফেব্রুয়ারি প্রতিবাদ সভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।
আপনাদের অভিযোগ অনুযায়ী ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এবং সরকারের বাধার কারণেই খালেদা জিয়া মুক্তি পাচ্ছে না। এমন পরিস্থিতিতে সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্যফ্রন্ট কোনো কর্মসূচি নেবে কী না?— এমন প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘আমাদের যা বক্তব্য, সেটা মহসীন রশিদ আপনাদের পড়ে শুনিয়েছেন। তা ছাড়া আমরা মনে করি, সব কিছু পরিবর্তন জনগণই আনবে। জনগণই সকল অন্যায়, অবিচারের বিরুদ্ধে, গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলবে।’
বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট
বৈঠকে আরও উপস্থিত ছিলেন- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণস্বাস্থ্যের ট্রাষ্টি ডা: জাফরুল্লাহ চৌধুরী, বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তাক আহমদ, নাগরিক ঐক্যের সমন্বয়কারী শহিদুল্লাহ কায়সার, জেএসডির অতিরিক্ত সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিকল্প ধারা বাংলাদেশে মহাসচিব এড শাহ আহমেদ বাদল, জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।বৈঠকে আরো উপস্থিত আছেন, জেএসডির সভাপতি আসম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণস্বাস্থ্যের ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, গণফোরামের সুব্রত চৌধুরী, এডভোকেট মহসীন রশীদ, মোস্তাক আহমদ, নাগরিক ঐক্যের সমন্বয়কারী শহিদুল্লাহ কায়সার, জেএসডির অতিরিক্ত সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিকল্প ধারা বাংলাদেশে মহাসচিব এড শাহ আহমেদ বাদল ও জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।