ঢাবির বহিষ্কৃত ৬৩ শিক্ষার্থীর নাম প্রকাশে আল্টিমেটাম
৩ ফেব্রুয়ারি ২০২০ ১৬:০৫ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২০ ১৭:০৯
ঢাকা: ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ৬৩ শিক্ষার্থীর নাম প্রকাশ করতে পাঁচদিনের আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। এ জন্য তারা প্রক্টরের কাছে স্মারকলিপি দিয়েছে।
সোমবার (৩ফেব্রুয়ারি) দুপুরে ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে শিক্ষার্থীরা প্রক্টর অফিসে গিয়ে এ স্মারকলিপি দেন।
আগামী পাঁচ দিনের মধ্যে ভর্তি পরীক্ষায় জালিয়াতির কারণে বহিষ্কৃত শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ না করলে প্রক্টর অফিসে তালা ঝুলানোর হুমকি দেন ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত।
স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বহিষ্কৃতদের নাম প্রকাশ করতে বলা সত্ত্বেও তা প্রকাশ করছেন না। এতে শিক্ষার্থীরা প্রক্টরকে ধিক্কার জানিয়েছে। কোনভাবেই প্রক্টরের মতো দায়িত্বশীল জায়গায় দাঁড়িয়ে শিক্ষার্থীদের সাথে এমন প্রতারণা কাম্য নয়।
সৈকত বলেন, ‘এর দায়ভার সম্পূর্ণ প্রক্টরের। এতে শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ দানা বেঁধেছে এবং শিক্ষাথীরা সরিষার ভেতরে ভূত দেখতে পাচ্ছে। বহিষ্কৃতদের নাম প্রকাশ না করা তাদের রক্ষার কৌশল হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। তাই প্রক্টরকে পাঁচদিনের সময় দেওয়া হয়েছে। অন্যথায় প্রক্টর অফিসে তালা ঝুলবে।’
বহিষ্কৃতদেন নাম প্রকাশের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী সারাবাংলাকে বলেন, ‘বহিষ্কারের বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্য কেউ কেউ আদালতে গিয়েছে, মামলা করেছে। এখনও এটা বিচারাধীন। সবকিছু বিবেচনায় রেখে আমরা তাদের নাম প্রকাশের প্রক্রিয়ায় যাব।’