এবার বাউল শিল্পী রিতার বিরুদ্ধে মামলা
৩ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০৬ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০৭
ঢাকা: শরিয়ত বয়াতির পর এবার বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে আদালতে মামলা দায়ের করেছেন এক আইনজীবী। ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইমরুল হাসান রোববার মামলাটি দায়ের করেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউর নজরুল ইসলাম (শামীম) মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মহান আল্লাহ তাআলাকে নিয়ে কুটুক্তি করার অভিযোগে বাউল শিল্পী রিতার বিরুদ্ধে মামলা করেছেন ওই আইনজীবী।
পরে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস্সামছ জগলুল হোসেনের আদালত অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার অভিযোগ সম্পর্কে পাবলিক প্রসিকিউর নজরুল ইসলাম জানান , বাউল শিল্পী রিতা একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে মহান আল্লাহ তাআলাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। রিতা দেওয়ানের শাস্তিও দাবি করেন অনেকে।
এর আগে, গত ২৪ ডিসেম্বর ঢাকায় এক পালাগানের আসরে দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে শরিয়ত সরকার নামে এক বয়াতীর বিরুদ্ধে ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ৯ জানুয়ারি মামলা করেন ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তি। এই মামলায় ১১ জানুয়ারি পুলিশ শরিয়ত সরকারকে গ্রেফতার করে। এখনো তিনি পুলিশ হেফাজতে আছেন।