Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু সম্পর্কিত কোনো সামগ্রী থাকলে আর্কাইভে জমা দিতে অনুরোধ


৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৫২ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২৩

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবন বা কর্ম সম্পর্কিত সামগ্রী থাকে তাহলে সেসব জাতীয় আর্কাইভে জমা দিতে অনুরোধ করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সামগ্রী জাতীয় আর্কাইভে সংরক্ষণের জন্য জমা নেওয়া হচ্ছে। তাই কারও কাছে যদি বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কিত কোনো সামগ্রী যেমন দুর্লভ ছবি, অডিও-ভিডিও, পান্ডুলিপি, দলিল, হাতে লেখা বা প্রিন্টেড ডকুমেন্টস থাকে তাহলে তা জাতীয় আর্কাইভে জমা দিতে অনুরোধ করা হয়েছে।

এজন্য আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। চাইলে তার ঠিকানায় পাঠিয়েও দেওয়া যেতে পারে। ফোন করতে পারেন ০১৯১৩৩৮৪৮৯৫ নম্বরে বা [email protected] এই ঠিকানায় ই-মেইলও করা যাবে।

জাতীয় আর্কাইভ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর