Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তানজানিয়ার চার্চে পদদলিত হয়ে ২০ জনের মৃত্যু


২ ফেব্রুয়ারি ২০২০ ২০:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তানজানিয়ার উত্তরাঞ্চলীয় মোশি শহরের একটি চার্চে প্রার্থনার সময় পদদলিত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন। তানজানিয়ার সরকারি মুখপাত্রের বরাতে এ খবর জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

সরকারি ওই মুখপাত্র জানিয়েছেন, একজন বিখ্যাত ধর্মযাজকের উপস্থিতি কয়েকশ মানুষ ওই প্রার্থনাসভায় যোগ দিয়েছিলেন। প্রার্থনা শেষে চার্চ থেকে বের হওয়ার সময় একটি সরু পথে অনেক মানুষ জড়ো হয় এবং ধর্মীয় আচার অনুযায়ী এক বিশেষ রকম তেলের ওপর দিয়ে হাঁটার সময় ওই পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

তানজানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এপিকে জানিয়েছেন, ওই ধর্মযাজককে ইতোমধ্যেই পুলিশ আটক করেছে। সরকার ওই সংস্থার উদ্দেশ্য খতিয়ে দেখছে। এছাড়াও, ওই চার্চে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখছে সরকার।

বিজ্ঞাপন

ইতোমধ্যেই, সরকারের পক্ষ থেকে ওই চার্চের দায়িত্বহীনতার ব্যাপারে প্রশ্ন তোলা হয়েছে।

 

বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো