ফসলে পোকার আক্রমণ, পাকিস্তানে জরুরি অবস্থা জারি
২ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২৬ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪৩
পাকিস্তানের সিন্ধু মরুভূমি থেকে ঝাঁকেঝাঁকে পোকা আক্রমণ করছে পাঞ্জাব প্রদেশের ফসলের ক্ষেতে। ইতোমধ্যেই ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে পোকার আক্রমণ মোকাবিলায় জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। স্থানীয় গণমাধ্যমের বরাতে রোববার (২ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে এনডিটিভি।
স্থানীয় প্রভাবশালী দৈনিক ডন জানিয়েছে, শনিবার (১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী ইমরান খানের উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ও চার প্রদেশের উর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠক থেকে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বৈঠক থেকে প্রধানমন্ত্রী ইমরান খান সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুততম সময়ে পোকা দমন এবং ফসলের ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের মার্চেও পোকার আক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছিল পাকিস্তানে। সেসময় নয় লাখ হেক্টর জমিতে পোকা ছড়িয়ে পড়ে। সেসময় সিন্ধু, দক্ষিণ পাঞ্জাব ও খাইবার পাখতুনে কোটি কোটি রুপি অর্থমূল্যের ফসল ও গাছের ক্ষয়ক্ষতি হয়েছিল।